মোটোরোলা এজ লাইট ফিচার ও স্পেসিফিকেশন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 464 ভিউজ

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি মোটোরোলা কিছুদিন আগেই মোটোরোলা এজ এবং মোটোরোলা এজ + লঞ্চ করেছিল। কোম্পানি এই দুটি ফোনকে প্রিমিয়াম রেঞ্জে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এর সস্তা ভ্যারিয়েন্ট নিয়ে আসছে। এই ফোনের নাম হবে মোটোরোলা এজ লাইট। সম্প্রতি এই ফোনকে সার্টিফিকেশন ওয়েবসাইট এফসিসি তে দেখা গেছে।

যেখানে ফোনটি কিছু স্পেসিফিকেশনের সাথে অন্তর্ভুক্ত ছিল। টিপ্সটার ঈশান অগ্রবাল মোটোরোলা এজ লাইট কে প্রথম এফসিসি ওয়েবসাইটে দেখতে পায়। ওয়েবসাইটে ফোনের মডেল নম্বর ছিল এক্সটি২০৭৫। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের সাথে আসতে পারে। আবার এই ফোনে থাকতে পারে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ এর উপর কাজ করবে।

আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী মোটোরোলা এজ লাইট ডিভাইসের দাম, ফিচার ও স্পেসিফিকেশন —

কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৫৯.৬×৭২.৫×৭.৬ এমএম

নেটওয়ার্ক সমর্থন : জিএসএম / সিডিএমএ / এইচএসপিএ / ইভিডিও / এলটিই /৫জি

সিম : ডুয়াল ন্যানো

ডিসপ্লে : ৬ দশমিক ৭ ইঞ্চি এমোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন

ডিসপ্লে রেজল্যুশন :১০৮০×২৩৪০ পিক্সেল

ওএস : অ্যান্ড্রয়েড ১০

চিপসেট : স্ন্যাপড্রাগন ৮৬৫

মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি

অভ্যন্তরীণ স্টোরেজ : ১২ গিগাবাইট র্যাম সংস্করণে ২৫৬

রিয়ার ক্যামেরা : ১০৮,৮,১৬ মেগাপিক্সেল

ফ্রন্ট ক্যামেরা : ২৫মেগাপিক্সেল

কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি

ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ১৮ ওয়াট চার্জিং সমর্থন

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন