বেশি বিক্রিত ১০ স্মার্টফোন ২০২০ সালে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 413 ভিউজ

সম্প্রতি অ্যানালিটিক্স কোম্পানি ওমডিয়া ২০২০ এর প্রথম অর্ধে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০টি স্মার্টফোনের তালিকা সামনে এনেছে। সারা বিশ্বে এই স্মার্টফোনগুলো ২০২০ এর প্রথমদিকে (জানুয়ারি থেকে জুন) সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আসুন এই তালিকায় কোন কোন স্মার্টফোনের নাম আছে দেখে নিই।

অ্যাপল আইফোন ১১

ওমডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০২০ এর প্রথম অর্ধে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের নাম অ্যাপল আইফোন। এই ফোনটি ৩.৭৭ কোটি ইউনিট বিক্রি হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ৫১

অ্যানড্রয়েড ডিভাইসের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫১ প্রথম অর্ধে এই ফোনটি বিক্রি হয়েছে ১.১৪ কোটি ইউনিট।

রেডমি নোট ৮

রিপোর্ট অনুসারে ২০২০ এর প্রথম ৬ মাসে রেডমি নোট ৮ ফোনটির ১.১ কোটি ইউনিট বিক্রি হয়েছে।

রেডমি নোট ৮ প্রো

এই তালিকায় চতুর্থ নম্বরে আছে রেডমি নোট ৮ প্রো। এই ফোনটির ১.০২ কোটি ইউনিট এই সময় বিক্রি হয়েছে।

অ্যাপল আইফোন এসই

২০২০ এর প্রথম ছয় মাসে ৮৭,০০০ লাখ ইউনিট আইফোন এসই বিক্রি হয়েছে।

অ্যাপল আইফোন এক্সআর

ওমডিয়ার সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকায় ষষ্ঠ স্থানে আছে আইফোন এক্সআর। এই ফোনটির ৮০ লাখ ইউনিট বিক্রি হয়েছে।

আবার এই তালিকায় আছে আইফোন ১১ প্রো ম্যাক্স, রেডমি ৮এ, অ্যাপল আইফোন ১১ প্রো ফোনগুলো। যেগুলো যথাক্রমে ৭৭, ৭৩, ৬৮, ৬৭ লাখ ইউনিট বিক্রি হয়েছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন