বিশ্বজুড়ে জিমেইল ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। মূলত বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকেই জিমেইল ব্যবহারে সমস্যা দেখা দেয়। ব্যবহারকারীরা মেইলে ফাইল পাঠাতে বাধাপ্রাপ্ত হচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। অনেকে জানিয়েছেন, তারা জিমেইলে কোনো ফাইল অ্যাটাচ করতে পারছেন না, আবার অনেকে জিমেইলে লগ-ইন করতে না পারার সমস্যার কথা বলেছেন।
বেলা ১১টা থেকে জিমেইলে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় আউটেজ ট্র্যাকিং পোর্টাল ডাউন ডিটেক্টর।ব্যবহারকারীদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়ার কথা এক বিবৃতিতে স্বীকার করেছে জিমেইল। বিবৃতিতে বলা হয়, তারা এ ঘটনাটি নিয়ে তদন্ত করছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।