বিলগেটসের বাবা মারা গেছেন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 259 ভিউজ

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের বাবা উইলিয়াম হেনরি গেটস মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে বিল গেটস তার অফিসিয়াল ব্লগে লিখেছেন, ‘এত বছরের লম্বা একটা সময়ে এই মানুষটিকে পেয়ে আমরা সবাই অনেক ভাগ্যবান।’

সিনিয়র গেটস সেনা কর্মকর্তা ছিলেন। পাশাপাশি সিয়াটল ল ফার্ম নামের একটি প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। মাইক্রোসফট করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠাতা বিল গেটসের দাতব্য কাজে সহায়তাকারীও ছিলেন উইলিয়াম।

পরিবার জানিয়েছে, গত সোমবার ওয়াশিংটনের হুড ক্যানেলের সমুদ্রসৈকতসংলগ্ন বাড়িতে তার মৃত্যু হয়েছে। কিছু মনে রাখতে না পারা বা আলঝেইমার রোগে আক্রান্ত ছিলেন তিনি।

বিল গেটস লিখেছেন, মাইক্রোসফট ছেড়ে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস নামের দাতব্য প্রতিষ্ঠানে পুরোপুরি মনোযোগ দেওয়ার ক্ষেত্রে তার বাবার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

বিল গেটস বলেন, ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তা বাবাকে ছাড়া সম্ভব হতো না।’ ২০০০ সালে শুরু হওয়া ফাউন্ডেশনটির কো-চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন