বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের বিদেশে পড়া-লেখা করতে যাবার জন্য রয়েছে অনেক ধরনের স্কলারশীপ । নীচে বেশ কিছু তথ্য দেয়া হলোঃ
১/ জাপানঃ জাতীয় স্কলারশীপের নাম Japanese Government Scholarship (Monbukagakusho: Mext), both for Undergraduate and Post Graduate Studies (MS and PhD).For Post Doctoral Scholarship: Japan Society for the Promotion of Science (JSPS) Fellowship.এছাড়াও রয়েছে প্রায় প্রতিটি ভালো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশীপ । যেমন, টোকিও ইউনিভার্সিটির আছে ১০০-১৫০ টি স্কলারশীপ, যার নামঃ University of Tokyo Fellowships.
২/ জার্মানিঃ জাতীয় স্কলারশীপের নাম DAAD Scholarship (German Academic Exchange Service).প্রতিটি ভালো বিশ্ববিদ্যালয়ের আছে অনেক স্কলারশীপ । যেমন, Universität Leipzig -এ আছে BuildMoNa Scholarship for PhD Students.For Post Doctoral Fellowships: Humboldt Research Fellowship (AvH)
৩/ ব্রিটেনঃ জাতীয় স্কলারশীপের নাম Commonwealth Scholarship and Fellowship Plan (CSFP), British Chevening Scholarships for International Students, and University Research Scholarships (URS).ব্রিটেনের প্রতিটি ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের আছে বেশ কিছু স্কলারশীপ । যেমন, Nottingham University -তে আছে Dean’s Award, Nottingham Research Fellowships.
৪/ অস্ট্রেলিয়াঃ জাতীয় স্কলারশীপের নাম International Postgraduate Research Scholarships (IPRS) for MS and PhD.
৫/ কানাডাঃ জাতীয় স্কলারশীপের নাম Vanier Canada Graduate Scholarships Program for PhD.NSERC (National Science and Engineering Research Council of Canada) Fellowships for MS and PhD.For Post Doc: Banting Post Doctoral Fellowships.
এছাড়া প্রতিটি প্রফেসারের রয়েছে নিজস্ব ফান্ডিং ।৬/ মার্কিন যুক্তরাষ্ট্রঃ জাতীয় স্কলারশীপের নাম Foreign Fulbright Student Program, and Humphrey Fellowship Program.প্রতিটি ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের আছে বেশ কিছু স্কলারশীপ । যেমন (a) American University Scholarships(b) Cornell University Scholarships(c) Michigan State University International Scholarships(d) Arkansas University Scholarships (Google-এ যেয়ে ক্লিক করলেই সব তথ্য চলে আসবে)
৭/ ইউরোপঃ European Union (EU) Scholarships for MS and PhD: The Erasmus Mundus Scholarship Programme.বেলজিয়ামঃ VLIR scholarship in international masters:http://www.vliruos.be/scholarships
৮/ সুইডেনঃ Sweden Government Scholarships for International Students and The Erasmus Mundus programme.
৯/ মালয়েশিয়াঃ জাতীয় স্কলারশীপের নাম Malaysia International Scholarship (MIS) for MS, PhD and Post Doctorate.
১০/ কোরিয়াঃ জাতীয় স্কলারশীপের নাম Korean Government Scholarship Programme (KGSP) for Undergradate and Post Graduate Studies.
বিদ্রঃ প্রতিটি ওয়েবসাইটে যেয়ে দেখতে হবে আবেদনের সময়কাল, তারপর সরাসরি প্রফেসারদের কাছে ইমেইল করতে হবে ।