বাংলাদেশের পত্রিকা পড়ার জন্য প্রয়োজনীয় অ্যাপস

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 517 ভিউজ

এমন কোনো ব্যক্তি নেই যে নিয়মিত পত্র-পত্রিকা পড়ে না। দিন দিন কাগজের পত্রিকার চাহিদা কমে যাচ্ছে, বাড়ছে স্মার্টফোনে পত্রিকা পড়ার চাহিদা। যার ফলসশ্রুতিতে তৈরী হচ্ছে বিভিন্ন রকমের অ্যাপস। এই অ্যাপসগুলো আবার iphone এবং android ফোন উভয়ের জন্যই আছে। প্রযুক্তির এই সামান্য ছোয়া থেকে তাই, কেউ কেউ এখন ডিজিটালভাবে পত্রিকা পড়ার অভ্যাস পরিবর্তন করে ফেলেছে। আবার অনেকে পড়ে গেছে দ্বিধাদ্বন্ধে, আসলে অসংক্ষ পত্রিকার অ্যাপসের ভিড়ে তারা কোনটিকে বেছে নিবেনঃ  এই লেখাটিতে এরকম ১০ টি বাংলা অ্যাপস সম্পর্কে রিভিউ এবং মূল্যায়ন করবো। আশা করি যারা এই বিষয়টি নিয়ে বিব্রত বোধ করেন তারা সুন্দর সমাধান পাবেন এবং আপনার জন্য সঠিক অ্যাপসটি বাছাই করে নিতে পারবেন।

১. Bangla  Newspapers  App

এই অ্যাপসটি সম্পর্কে ইতিমধ্যে অনেকেই হয়তো জেনে থাকবেন। অনেকেই অ্যাপসটিকে তাদের নিত্যদিনের সঙ্গী মনে করে আবার কেউ বলে এটি একটি news  room। ৫০০ এর ও বেশি বাংলা পত্র-পত্রিকা এবং ১০ টি ক্যাটাগরি সম্বলিত এই অ্যাপসটি তৈরী করেছে vpsot  নামের একটি সফটওয়্যার কোম্পানি। অ্যাপসটি ইতিমধ্যে গুগল প্লেস্টোরে ১লাখ ৫০ হাজারের ও বেশি বার ডাউনলোড হয়েছে। এভারেজ রেটিং ও অনেক ভালো প্রায় ৫ এর মধ্যে ৪.৭০। আপনার পড়ার সুবিধার্তে ৬ টি ভিন্ন কালার থিম পাবেন, যাতে আপনার চোখের উপর কোনো প্রভাব না পড়ে।

২. All Bangla Newspapers :

এই অ্যাপসটি তৈরি করেছে BD Apps24 নামের একটি প্রতিষ্ঠান। এই অ্যাপসের মাধ্যমেও আপনি পত্রিকা পড়তে পারেন। অ্যাপসটি তার রিডারের কাছ থেকে ৫ এর মধ্যে ৪.৫ রেটিং অর্জন করতে সক্ষম হয়েছে। অ্যাপসটি ৫০ হাজার বার প্লেস্টোরে ডাউনলোড হয়েছে।

৩. Somoy TV

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি নিউস চ্যানেল। তাদের একটি অ্যাপস আছে যার মাধ্যমে আপনি শুধু সময় টিভির নিউসগুলোই পড়তে পারবেন। অন্যকোনো পত্রিকা এই অ্যাপসের মধ্যে খুঁজতে গেলে সেটা বৃথা হবে আপনার জন্য। দর্শকের বিচারে অ্যাপসটি এপর্যন্ত ৫ এর মধ্যে ৪.৩ রেটিং অর্জন করতে পেরেছে।

৪. Prothom Alo

বাংলাদেশের যতগুলো জাতীয় পত্রিকা আছে তার মধ্যে অন্যতম একটি হলো প্রথম আলো। এই পত্রিকাটি অফলাইনের পাশাপাশি অনলাইন পোর্টাল ও চালু করেছে এবং তাদের একটা অ্যাপস ও ইতিমধ্যে তৈরী হয়েছে। বর্তমানে পত্রিকাটি ইংলিশে অনলাইন ভার্সন ও চালাচ্ছে। দর্শকদের বিচারে অ্যাপসটির রেটিং ৫ এর মধ্যে ৪ মোটামুটি ভালো পজিশনে আছে। তবে একটি বিষয় হলো আপনি এই অ্যাপসের মাধ্যমে শুধু প্রথম আলো পত্রিকায় পড়তে পারবেন।

৫. Bangladesh Pratidin

বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সম্প্রতি তাদের পত্রিকার নাম একটি অ্যাপস প্রকাশ করেছে। যা ইতিমধ্যে গুগল প্লেস্টোরে ৫০ হাজারের উপর ডাউনলোড হয়েছে। ব্যবহারকারীদের কাছে বেশ গ্রহণ জ্ঞান পেয়েছে। প্লেস্টোরে ৫ এর মধ্যে তার রেটিং পয়েন্ট ৪.৩। এই অ্যাপসের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পড়তে পারবেন। কারণ অন্য কোনো পত্রিকা তারা পরিচালনা করে না।

৬. Kaler Kantho

এই পত্রিকাটি বাংলাদেশে বেশ পরিচিত একটি সংবাদ মাধ্যম। কালের কণ্ঠ পত্রিকায় বাংলাদেশের ভালো ভালো সংবাদকর্মীরা খবর প্রকাশ করে থাকেন। তারা পত্রিকার জন্য অ্যাপস তৈরি করেছে কি ভাবে আরো অনেক বেশি করে অডিয়েন্স এনগেজ করা যাই। দর্শকদের বিচারে এপটি এখনো পর্যন্ত ৪ পয়েন্ট অর্জন করতে পেরেছে ৫ এর মধ্যে।

৭. Daily Star

ডেইলি স্টার মূলত একটি ইংলিশ পত্রিকা। বাংলাদেশের বেশ জনপ্রিয় পত্রিকা এটি। কিছুদিন আগে তারা অনলাইন এ বাংলায় পত্রিকা পড়ার জন্য আলাদা ভার্সন তৈরী করেছে। যা এখন একসাথে একটি অ্যাপসের মাধ্যমে পেতে পারেন। ১ লক্ষেরও বেশি বার ডাউনলোড হয় অ্যাপসটি এপর্যনন্ত ৫ এর মধ্যে ৪. ১ রেটিং অর্জন করতে সক্ষম হয়েছে।

৮. World  Newspapers

এই অ্যাপসটিতে এমন কোনো দেশ নেই, যে সে দেশের পত্রিকা পাবেন না। এই অ্যাপসটিতে ২৩০ টির ও বেশি দেশের পত্রিকা রয়েছে। আপনি যেদেশের পত্রিকা পড়তে চান শুধু সেদেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিলেই সব পত্রিকা বের হয়ে আসবে। এই অ্যাপসের ভাষ্যমতে প্রায় ৪০ হাজারের মতো বিশাল পত্রিকার ডাটা পাওয়া যাবে তাদের অ্যাপসে। আপনি বাংলা পত্রিকা পড়ার জন্য শুধু বাংলাদেশ সিলেক্ট করে পত্রিকা গুলো পরে নিতে পারেন। অ্যাপসটি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। ইতিমধ্যে ৫ এর মধ্যে ৪.৭ রেটিং অর্জন করে নিয়েছে।

৯. Jagobd

এই অ্যাপসটি মূলত বাংলাদেশের সকল টিভি চ্যানেলের লিংক সরবরাহ করে থাকে। পাশা পাশি কিছু জাতীয় পত্রিকার লিস্ট ও তারা অ্যাপসের মধ্যে দিয়ে রেখেছে। আপনি এক সাথে দুই কাজ করতে পারবেন এই অ্যাপসটি দিয়ে। টিভি দেখা এবং পত্রিকা পড়া। দর্শকদের বিচারে অ্যাপসটি ৫ এর মধ্যে ৪.৩ রেটিং অর্জন করতে সক্ষম হয়েছে।

১০. Ridmik News

রিদ্মিকের কথা আসলেই কিবোর্ডের কথা চলে আসে। বাংলায় লেখার জন্য এন্ড্রোইড কীবোর্ড রিদমিক তৈরি করেছিল। সম্প্রতি এই কোম্পানি রিদমিক নিউস নামে একটি অ্যাপস প্লেস্টোরে প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশের পত্রিকাগুলোর লিস্ট পাওয়া যাই। ইতিমধ্যে ১ লক্ষ বার ডাউনলোড হওয়া অ্যাপসটি ৫ এর মধ্যে ৪.৩ রেটিং অর্জন করেছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন