ফেসবুকের যুগলদের জন্য নতুন চ্যাটিং অ্যাপ

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 374 ভিউজ

যুগলদের জন্য মঙ্গলবার নতুন একটি মেসেজিং অ্যাপ উন্মোচন করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুক। ‘টিউনড’ নামের নতুন এই অ্যাপটির মাধ্যমে চ্যাটিংয়ের পাশাপাশি এবং ছবি ও মিউজিক শেয়ার করতে পারবেন গ্রাহক। পাশাপাশি, নিজেদের শেয়ার করা স্মৃতিগুলো নিয়ে একটি টাইমলাইনও তারা পাবেন এই অ্যাপে– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

সেন্সর টাওয়ারের দেওয়া তথ্যানুসারে, বর্তমানে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আইওএস ডিভাইসের জন্য উন্মুক্ত করা হয়েছে অ্যাপটি। অ্যাপটি নিয়ে প্রথম প্রতিবেদনে করেছে দ্য ইনফরমেশন। প্রতিবেদনে বলা হয়, ফেসবুকের নিউ প্রোডাক্ট এক্সপেরিমেন্টেশন (এনপিই) দলের মধ্য থেকে ছোট একটি দল এই অ্যাপটি বানিয়েছে। শুরু থেকে নতুন সামাজিক মাধ্যম পণ্য বানানোই এই দলের কাজ।

অ্যাপটির বর্ণনায় এনপিই’র পক্ষ থেকে বলা হয়, “একটি ব্যক্তিগত জায়গা, যেখানে আপনি এবং আপনার গুরুত্বপূর্ণ সঙ্গী নিজেকে মেলে ধরতে পারবেন।” সেন্সর টাওয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক মাধ্যম শ্রেণিতে যুক্তরাষ্ট্রে ৮৭২ এবং কানাডায় ৫৫০ অবস্থানে রয়েছে টিউনড।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন