ফেসবুকের মেসেজিং অ্যাপ কিট অ্যাপল ওয়াচের জন্য

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 556 ভিউজ

সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের অভ্যন্তরীণ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম অ্যাপল ওয়াচের জন্য ‘কিট’ নামে নতুন একটি মেসেজিং অ্যাপ উন্মোচন করেছে। পরীক্ষামূলকভাবে আনা এ অ্যাপের মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন অ্যাপল ওয়াচ ব্যবহারকারীরা। খবর টেকক্রাঞ্চ।

অ্যাপ স্টোরে দেয়া কিট অ্যাপের বর্ণনা অনুযায়ী, ফেসবুক মেসেঞ্জারের পাশাপাশি অ্যাপল ওয়াচ থেকে একবার ট্যাপ করে বন্ধুদের বার্তা পাঠানো যাবে। এতে অডিও রেকর্ডিং, ইমোজি, লোকেশন শেয়ার, স্ক্রিবল বা ডিকটেশন ইনপুট দেয়া যাবে। প্রাথমিকভাবে শুধু আইওএস প্লাটফর্মের জন্য আনা হয়েছে অ্যাপটি। এর মাধ্যমে নোটিফিকেশন মিলবে।

অ্যাপল ওয়াচে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ সমর্থন আগেই আনা হয়েছে। কিট অ্যাপটি আনা হয়েছে সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে ভালো বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষার সুবিধা দিতে।

কিট মেসেজিং অ্যাপ বিষয়ে ফেসবুক জানায়, এখন থেকে অ্যাপল ওয়াচ দিয়ে খুব সহজে যোগাযোগ রক্ষা করা যাবে। তুলনামূলক ছোট পর্দায় সঠিক অপশন পেতে এখন আর কষ্ট করতে হবে না।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন