পৃথিবী অল্পের জন্য রক্ষা পেয়েছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 277 ভিউজ

ভয়াবহ এক বিপদ থেকে রক্ষা পেয়েছে পৃথিবী। যা একটি মহাদেশকে ধ্বংসের হাত থেকে রাক্ষা করেছে। এমনটি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা।

তারা জানায়, তীব্র গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছিল একটি বিশাল আকারের গ্রহাণু। গত শনিবার ভোরে সেটি পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যায়। ফলে অল্পের জন্য রক্ষা পায় পৃথিবী। এ ব্যাপারে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রহাণুটি পৃথিবী থেকে ৫.৭৭ মিলিয়ন কিলোমিটার দূর থেকে চলে গিয়েছে। ফলে বিপদ হয়নি।

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণু আকারে যে কোনও ইমারতের থেকে বিশাল বড়। কোন ভাবে যদি এই ‘ক্ষতিকারক’ গ্রহাণুটি পৃথিবীর স্থলভাগে আঘাত হানতো তবে পুরো একটি মহাদেশ ধ্বংস হওয়ার শঙ্কা ছিল। এটি চওড়ায় ছিল ১ কিলোমিটার এবং ঘণ্টায় গতিবেগ ছিল ৫৪,৭১৭ কিলোমিটার।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন