পাসওয়ার্ড চুরির তথ্য জানাবে ব্রাউজার

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 371 ভিউজ

পাসওয়ার্ড চুরি বা হ্যাকিং বর্তমান সময়ের আলোচিত একটি বিষয়। কোনো ওয়েবসাইটের ইউজারনেইম ও পাসওয়ার্ড চুরি হয়েছে কি না তা এখন গুগল ক্রোম থেকেই জানা যাবে। ব্যবহারকারীকে সতর্ক করতে নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে গুগল।

কোনো সাইটে গিয়ে তথ্য দিতে শুরু করা মাত্র ব্যবহারকারী ক্রোম ব্রাউজার জানিয়ে দেবে ইউজার নেইম ও পাসওয়ার্ড এর আগে চুরি হয়েছিল কি না। সাইটে আগেই তথ্য দেওয়া হয়ে গেলে গুগল সেটার পাসওয়ার্ডও বদল করার পরামর্শ দেবে। সর্বশেষ ক্রোম সংস্করণ ৭৯ এ ফিচারটি যুক্ত করা হয়েছে।

এছাড়া, ফিশিং বিষয়ে সতর্ক করতে ক্রোম সংস্করণটিতে রিয়েল টাইম ফিশিং প্রোটেকশন ফিচার যুক্ত করেছে গুগল। অনেক সময় কোনো লিঙ্কে ক্লিক করে ইউজার নেইম ও পাসওয়ার্ড দিলে সেগুলো হ্যাকারের কাছে চলে যায়। এ রকম ক্ষতিকর পেইজ সম্পর্কে ব্যবহারকারীদেরকে আগেভাগেই নোটিফিকেশন দিয়ে সতর্ক করবে রিয়েল টাইম ফিশিং প্রোটেকশন।

পাসওয়ার্ডের সুরক্ষা নিশ্চিতে গত অক্টোবরে গুগল ক্রোমে ‘পাসওয়ার্ড চেক আপ টুল’ নামে একটি এক্সটেনশন যুক্ত করা হয়। সেখানে গিয়ে যে কোনো সময় সেইভ করা পাসওয়ার্ড স্ক্যান করা যায়।

সূত্র :এনগ্যাজেটস

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন