মোবাইল গেমের জগতে নতুন রেকর্ড গড়ল ‘কল অব ডিউটি’। প্রথম সপ্তাহের ডাউনলোডের হিসেবে যা টপকে গেল জনপ্রিয় মোবাইল গেম প্লেয়ার আননোওন’স ব্যাটলগ্রাউন্ডকে (পাবজি)।বাজারে আসার প্রথম সপ্তাহেই ‘কল অব ডিউটি’র ডাউনলোডের সীমা ছাড়িয়ে গেছে ১০ কোটি। যেখানে ‘পাবজি’ প্রথম সপ্তাহে ডাউনলোড করা হয়েছিল প্রায় দু’কোটি ৬৩ লক্ষ বার।
অক্টোবরের ১ তারিখ মুক্তি পাওয়ার পর গুগল প্লে স্টোর এবং আই স্টোর থেকে ‘কল অব ডিউটি’র ডাউনলোডের সংখ্যা দেখে চমকে গিয়েছেন গেম বিশেষজ্ঞরাও। সমীক্ষা কম্পানি ‘মোবাইল ইনসাইট’-এর প্রধান র্যান্ডি নেলসন বলেন, এই মোবাইল গেম একটি নতুন ইতিহাস সৃষ্টি করল। চীনের ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্ট হোল্ডিং লিমিটেডের তৈরি এই গেমের আকর্ষণ হল এটি ফার্স্ট পারসন শুটার গেম। এ ছাড়া পাবজির তুলনায় অনলাইনে এই গেম ভালোভাবে খেলা যায় বলেও দাবি করেছেন তারা।