নোকিয়ার এবার সস্তায় নতুন টিভি আনার পরিকল্পনা

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 369 ভিউজ

গত বছর ডিসেম্বরে নোকিয়া লঞ্চ করেছিল তাদের প্রথম ৫৫ ইঞ্চি স্ক্রিন বিশিষ্ট স্মার্ট টিভি। এই ডিভাইসটির সাফল্যের পর এবার কোম্পানি ভারতের জন্য নতুন একটি স্মার্ট টিভি আনতে চলেছে তবে এটি হবে একটু ছোট স্ক্রিনের। আর কিছুদিনের মধ্যে লঞ্চ হতে চলা এই স্মার্ট টিভির স্ক্রিন সাইজ হবে ৪৩ ইঞ্চির এবং এটিও হবে ফ্লিপকার্ট এক্সক্লুসিভ।

যদিও এখনও লঞ্চের তারিখ অথবা সঠিক স্পেসিফিকেশন আমরা জানতে পারিনি। তবে মনে করা হচ্ছে এই স্মার্ট টিভিটিও আগের মডেলের মতোই গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করবে।

আপনারা গুগল অ্যাসিস্টেন্টের সাপোর্ট পাবেন। এছাড়াও ডলবি অডিও, ডিটিএস ট্রু সাউন্ড, এবং ইন্টেলিজেন্ট ডিমিং ফিচার থাকতে চলেছে এই টিভিতে। এছাড়া এই টিভিতে জেবিএল স্পিকার দেওয়া হবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন