নতুন ছবি উস্কে দিল মঙ্গলে ‘প্রাণের অস্তিত্ব’ নিয়ে জল্পনা

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 305 ভিউজ

মঙ্গল গ্রহে কী রয়েছে প্রাণের অস্তিত্ব?এই জল্পনাকে উস্কে দিয়েই এবার প্রকাশ্যে এল একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, মঙ্গল গ্রহের পৃষ্ঠে ঘুরে বেড়াচ্ছে একটি বিষাক্ত কাঁকড়া। তবে এই ছবি নিয়ে দ্বিমতও রয়েছে। একদল বিজ্ঞানীর দাবি, এই ছবিটি ১৯৭৯ সালের কোনও একটি চলচ্চিত্র থেকে নেওয়া।

কিন্তু ছবির তথ্যাদি বিশ্লেষণ করে দেখা গেছে, ছবিটি নাসা প্রেরিত রোবটের ক্যামেরায় তোলা। জুলাই মাসে এই ছবিটি তোলা হয়েছিল বলে দাবি। যদিও এই বিষয়ে নাসার কোনও বক্তব্য পাওয়া যায়নি। অনেকেই এটিকে ভ্রম বলে মন্তব্য করেছেন। মঙ্গলে প্রাণের অস্তিত্ব রয়েছে কি না? এই নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। নাসা পাঠিয়েছে তাদের মঙ্গলযান কিউরিওসেটি রোভারকে। আর তার মাঝেই এই ছবি উস্কে দিল নতুন জল্পনা।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন