তথ্যপ্রযুক্তির এই যুগে অনেকেই এখন অনলাইনে বিভিন্ন ব্যবসা পরিচালনা শুরু করে দিয়েছে। বিশ্বের উন্নত দেশ গুলোতে অনেক আগেই শুরু হলেও বাংলাদেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। অনলাইনে ব্যবসা পরিচালনা বা আয় করার জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ বা দিক নির্দেশনা। এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। “ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড” তাদের মধ্যে তেমনি একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে বিনা মূল্যে অনলাইন প্রশিক্ষণ প্রকল্প শুরু করছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অনলাইন শিক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম হচ্ছে ‘learnerscafe’। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখান থেকে প্রায় ২১ হাজার জনকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে বলে । “ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড” গত ২১ ফেব্রুয়ারি থেকে এ প্রকল্প শুরু করেছেন।
ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৫ সাল নাগাদ প্রায় ২১ হাজার শিক্ষার্থিকে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে ২১ হাজার দক্ষ জনবল তৈরি করাই প্রকল্পটির মূল লক্ষ্য। আগ্রহীরা বিনা মূল্যে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনলাইনে পাবেন। এ জন্য প্রথমে www.learnerscafe.com ওয়েবসাইটে সঠিক তথ্য প্রদান করে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে নিবন্ধনকৃত নাম ও পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে যে বিষয়ে প্রশিক্ষণ নিতে আগ্রহী তা বেছে নিতে হবে। এর পর থেকে শুরু হয়ে যাবে সেই বিষয়ের অনলাইনে প্রশিক্ষণ। প্রশিক্ষণকৃত প্রায় প্রতিটি বিষয়ের রয়েছে উক্ত বিষয়ের প্রতি বিস্তারিত ধারণা। যেমন কি কি শেখানো হবে, কতগুলো বিষয়ে শিখানো হবে ইত্যাদি। যেহেতু সম্পুর্ণ প্রশিক্ষণটি হবে অনলাইনে, সেহেতু কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রতিষ্ঠানে যাওয়ার কোন ঝামেলা নেই। অনেক বর্তমান চাকুরীর পাশাপাশি অনলাইনে প্রশিক্ষণ নিতে পারবেন।
বর্তমানে যারা অনলাইনে নিজেদের ব্যবসা পরিচালনা করতে চান বা অনলাইনে নিজেরদের ভবিষ্যত ক্যারিয়ার স্থাপন করতে চান তাদের জন্য এটা একটি বিশাল সুযোগ। শুরুতে অনেকেই টাকার অভাবে এধরনের প্রশিক্ষণ নিতে পারেন না। তবে যারা মূলত প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করে দিবেন বা বর্তমানে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত তাদের এই ধরনের প্রশিক্ষণ নেয়া উচিত। শুধু শুধু প্রশিক্ষণ নিয়ে কাজ না করলে কাজ শিখার মূল্যায়ন বা নিজের মূল্যায়ন কোনটাই হয়ে উঠে না।