ড্রিমারদের পাশে মাইক্রোসফট

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 335 ভিউজ

শৈশবে অভিভাবকের সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছান অভিবাসীদের পক্ষে আইনী লড়াই করবে টেক জায়ান্ট মাইক্রোসফট ও প্রিন্সটন ইউনিভার্সিটি। ড্রিমার নামে পরিচিত ওইসব অভিবাসীদের সুরক্ষার জন্য ডেফার্ড এ্যাকশন চাইল্ডহুড এ্যারাইভাল বা ডাকা নামে একটি আইন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১২ সালে করেছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ১৭ সালে সেটি বাতিল করেন। ৬০ জন ড্রিমার বর্তমান মাইক্রোসফটে কাজ করছে যারা প্রিন্সটন থেকে ১৮ সালে উচ্চ শিক্ষা শেষ করে। প্রতিষ্ঠান দুটো এখন ড্রিমার পক্ষে ফেডারেল সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন