যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর পর টুইটারে ট্রেন্ডিং হয়েছে ‘ওয়ার্ল্ড ওয়ার থ্রি’ (তৃতীয় বিশ্বযুদ্ধ)।
শুক্রবার সকালে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় কাসেম সোলাইমানিসহ আট জন নিহত হন। ওই হামলায় নিহত হন ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও।
ইরানের প্রভাবশালী কমান্ডারের কাশেম সুলেইমানির মৃত্যুর পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘কঠিন প্রতিশোধের’ প্রতিজ্ঞা করেছেন। ইরানি সর্বোচ্চ নেতার হুমকিই বিশ্ববাসীর মনে আরেকটি বড় ধরণের যুদ্ধের ভয় ঢুকিয়ে দিয়েছে।
ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরান সমর্থিত বিক্ষোভকারীদের হামলা এবং তার জেরে ট্রাম্পের নির্দেশে সোলাইমানিকে হত্যা- পুরো ঘটনাপ্রবাহ নিয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্য।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মেট্রোর খবরে বলা হয়েছে, সোলাইমানিকে হত্যার পর অনেকেই এ ওই ঘটনা নিয়ে টুইট করছেন। যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যাবে কিনা সে বিষয়ে লিখছেন। শুধু টুইটারেই নয়, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই গুগলের সার্চ রেকর্ডেও উপরের দিকে উঠে এসেছে ‘ওয়ার্ল্ড ওয়ার থ্রি’। আর গুগলে খোঁজ করার দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে ‘ইরান’। বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে মেট্রোর প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই ঘটনার পর শুধু যুক্তরাষ্ট্র থেকে ‘ইরান’ লিখে ৫ লাখ বার খোঁজ করা হয়েছে।
বাংলাদেশ সময় রাত সোয়া আটটার দিকে দেখা গেছে ‘ইরান’ লিখে গুগলে খোঁজ করা হয়েছে প্রায় ২০ লাখ বার। এছাড়া ওয়ার্ল্ড ওয়ার থ্রি, ট্রাম্প, কাশেম সুলেইমানি, ইরান নিউজ, সোলেইমানি, ইরাক, কাশিম সোলেইমানি, বাগদাদ, ওয়ার এবং ইরান ওয়ার- লিখেও প্রচুর সার্চ করা হচ্ছে।