IMEI যা প্রত্যেকটা ফোনের ব্যক্তিগত আইডেন্টিটি যা ইচ্ছা করলেই চেঞ্জ করা যায় না তবে হ্যা কিছু ম্যাথড এ চেঞ্জ করাও সম্ভব । অসম্ভব কিছুই নয় । যদিও এ দিয়ে অনেক ক্রাইমই করা যেতে পারে । তবে এর জন্য এডমিন দ্বায়ী নয় । শুধু আপনাকে জানানোই আমাদের কাজ । তো চলুন শুরু করি । IMEI চেঞ্জ করার জন্য আপনাকে যা যা করতে হবে । নিচের ধাপ গুলো দেখুন ।
১। অবশ্যই ফোন রুট করতে হবে । কিভাবে আপনার ফোন রুট করবেন তা মডেল দিয়ে গুগল করে জেনে নিন । আর রুট করা থাকলে ২নং থেকে শুরু করুন ।
২ । তারপর এখান থেকে এপটি ডাওনলোড করুন । (ক্লিক করুন)
৩। এরপর ইন্সটল করুন । ওপেন করার পর রুট পার্মিশন চাইবে । পার্মিশন দিন ।
৪। এর পর নিচের ছবি গুলি খেয়াল করুন । IMEI এর পাশের Random এ ক্লিক করুন । Apply এ ক্লিক করুন । ব্যাস এবার রিস্টার্ট দিন । হয়ে গেল আপনা IMEI চেঞ্জ ।