চীনে উচ্চশিক্ষা মাস্টার্স বা পিএইচডি স্কলারশীপ

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 462 ভিউজ

আমরা অনেকেই বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে আগ্রহী। কিন্তু আগ্রহের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরী। সেসব বিষয় নিয়েই আমাদের এ আয়োজন। চীনে স্কলারশীপ নিয়ে যারা মাস্টার্স বা পিএইচডি করতে চান তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। বিভিন্ন ইউনিভার্সিটির স্কলারশীপ এর আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। মাস্টার্স এ পড়তে হলে চাইনীজ মিডিয়ামে পড়তে হবে। একবছর চাইনীজ শেখানো হবে।পিএইচডিতে চাইনিজ এর ঝামেলা নেই। কোর্সের মেয়াদ তিন-চার বছর।

সুযোগ সুবিধা:
১. টিউশন ফি ও শিক্ষা উপকরণ খরচ লাগবে না।
২. ফোর স্টার হোটেলে ডরম পাবেন। মাস্টার্স এর রুম শেয়ার করতে হবে, পিএইচডি’র লাগবে না, একাই এক রুম। কোন খরচ নেই।
৩. প্রতিমাসে লিভিং এ্যলাউন্স পাবেন মাস্টার্স – ৩০০০ ইউয়ান (৩৯,০০০ টাকা), পিএইচডি- ৩৫০০ ইউয়ান ( ৪৫,৫০০ টাকা)

আবেদনের নিয়ম কানুন জানতে নিচের লিংকে চলে যান। আর সমস্যায় পড়লে ইনবক্স করবেন। আবেদন লিংক

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন