সার্চ সেবা আরও উন্নত করতে যাচ্ছে গুগল। এজন্য বেশকিছু পরিবর্তন আনবে তারা। ব্যবহারকারীদের উন্নত ‘সার্চ রেজাল্ট’ প্রদানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং টেকনিকের দিকেই বেশি মনোযোগ দেওয়া হবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ জানায়, গুগলের ‘সার্চ অন’ ইভেন্টে গুগল সার্চকে উন্নত করার বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা জানানো হয়েছে। সেই পরিকল্পনার প্রধান অংশ হলো— বানান পরীক্ষার (স্পেল চেক) নতুন একটি টুল।
গুগল বলছে, বানান পরীক্ষার নতুন টুল প্রয়োগের পর কেউ ভুল বানান লিখে সার্চ করলেও সঠিক ফলাফল পাওয়ার সম্ভাবনা এখনকার চেয়ে অনেক বেড়ে যাবে। অনেক ব্যবহারকারী কোনও কিছু সার্চ করতে গিয়ে মাঝেমধ্যেই বানান ভুল করেন। কিন্তু গুগল স্পেল চেকিংয়ের নতুন একটি টুল চালু করার পর ব্যবহারকারী বানান ভুল করলেও সঠিক ফলই পাবেন।
এ সম্পর্কে গুগলের সার্চ বিভাগের প্রধান প্রভাকর রাগাওয়ান বলেন, ‘প্রতিদিন গুগল সার্চে যে জিজ্ঞাসা থাকে, তার মধ্যে ১৫ শতাংশ গুগল আগে কখনও দেখেনি। ফলে সার্চ রেজাল্ট নিয়ে প্রতিনিয়ত আমাদের কাজ করতে হচ্ছে।’
বিষয়টি সম্পর্কে গুগলের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্যাথি এডওয়ার্ডস বলেন, ‘‘গুগল সার্চে প্রতি ১০ জনের একজন ভুল বানানের মাধ্যমে সার্চ করেন। যারা ভুল বানানের মাধ্যমে সার্চ করেন, তাদের সহযোগিতা করার জন্য দীর্ঘদিন ধরে ‘ডিড ইউ মিন’ ফিচারের মাধ্যমে সেবা দিয়ে আসছে গুগল।’’
ক্যাথি এডওয়ার্ডস আরও বলেন, ‘‘এ মাসের শেষের দিকে ‘ডিড ইউ মিন’ ফিচারে বড় ধরনের আপডেট নিয়ে আসা হবে। ওই আপডেটে থাকবে নতুন স্পেলিং অ্যালগরিদম। আপডেট চালু হওয়ার পর ভুল বানানের ক্ষেত্রে সঠিক ফল পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে।’’