গুগল পে তে এখন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসলক

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 346 ভিউজ

ইউপিআই পেমেন্টের জন্য ব্যবহৃত গুগল পে অ্যাপ এবার থেকে আরও বেশি সুরক্ষিত। এই অ্যাপে বায়োমেট্রিক অথিন্টিকেশন ফিচার যুক্ত করা হয়েছে। এবার থেকে যে কোনও ধরণের ডিজিটাল লেনদেনের জন্য ব্যবহারকারীরা বায়োমেট্রিক অথিন্টিকেশন ব্যবহার করতে সক্ষম হবেন। এই নতুন ফিচারটি ২.১০০ ভার্সনে পাওয়া যাবে। প্রসঙ্গত গুগল তাদের এই বায়োমেট্রিক সিকিউরিটি সিস্টেম, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ করেছিল।

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইন ট্রানজকশনের সময় ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ব্যবহার করতে পারবে। আগে গুগল পে বা জি-পে তে পিনের মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদ লেনদেন করতে পারতেন। তবে এবার থেকে আরও দুটি সিস্টেম যুক্ত করা হলো।

আপাতত অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। কোম্পানির তরফে জানানো হয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই সিস্টেম ব্যবহারকারীদের জন্য জলদি এই ফিচার উপলব্ধ হবে। এই ফিচারটি গুগল পে ব্যবহারকারীরা সেন্ডিং মানি সেকশনে দেখতে পাবেন। আপনাকে জানিয়ে রাখি ফিচার কেবল টাকা লেনদেনের সময় ব্যবহার করা যাবে। তবে এনএফসি পেমেন্টের জন্য ব্যবহারকারীকে পিন এর মাধ্যমে ভেরিফাই করতে হবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন