ছবি তুলে তাৎক্ষণিকভাবে তা সম্পাদনের সুযোগ থাকায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে ক্যামেরা অ্যাপ। ব্যবহারকারীদের আগ্রহ কাজে লাগিয়ে অবাঞ্ছিতভাবে বিজ্ঞাপন প্রদর্শনসহ বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশে বাধ্য করছে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যামেরা অ্যাপ। আর তাই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের জন্য ক্ষতিকর ৩৬টি ক্যামেরা অ্যাপ প্লে স্টোর থেকে মুছে ফেলেছে গুগল।
প্রতিষ্ঠানটির দাবি, ডিভাইসের নিরাপত্তা হুমকি দেখা দেওয়ায় অ্যাপগুলো মুছে ফেলা হয়েছে। অ্যাপগুলোর বেশির ভাগই গত বছরের দ্বিতীয় প্রান্ত্তিকে উন্মুক্ত করা হয়েছে।