গুগলের ডুডল স্বাধীনতা দিবসে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 296 ভিউজ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। বুধবার (২৫ মার্চ) রাত ১২টার পর থেকেই গুগলের হোম পেজে ডুডলটি দেখা যাচ্ছে। লাল-সবুজ রঙ ব্যবহার করে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে ডুডলটি। মাঝখানে দেওয়া হয়েছে শাপলা ফুল।

গত কয়েক বছর ধরেই এ বিশেষ ব্যবস্থা করছে গুগল। আজকের এ ডুডল ২৬ মার্চ দিনব্যাপী থাকবে। স্বাধীনতা দিবসে বাংলাদেশিদের শুভেচ্ছা জানাতে ডুডল (গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো) দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসের নানা তাৎপর্য তুলে ধরা হয়।

ডুডল বলতে বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটির হোম পেজে বিশেষ এ নকশা বা চিত্র প্রদর্শন করা হয়। এর আগে গত বছরের স্বাধীনতা দিবসেও গুগল ডুডল দেখানো হয়। মূলত ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। এ ছাড়া বাংলা নববর্ষ, খেলাধূলাসহ বিভিন্ন উপলক্ষে এমন উদ্যোগ নেওয়া গুগলের পক্ষ থেকে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন