ইনস্টাগ্রামেও একসঙ্গে ৫০ জনের ভিডিও কল সুবিধা

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 738 ভিউজ

জুম-কে টেক্কা দিতে ফেসবুকের নতুন প্ল্যাটফর্ম ‘ম্যাসেঞ্জার রুম’। হোয়াটসঅ্যাপের পর এবার সেটা ইনস্টাগ্রামেও চালু করা হয়েছে। এর মাধ্যমে একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে। ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম জানিয়েছে, অ্যাপটি আপডেট দিয়ে নতুন ওই ফিচার পাওয়া যাবে। ম্যাসেঞ্জার বক্সে পাওয়া যাবে রুম ফিচারটি।

সেখান থেকে যে কেউ ব্যবহার করতে এবং অন্যদের আমন্ত্রণ জানাতে পারবেন। এই সেবা পেতে ব্যবহারকারীকে প্রথমে ইনস্টাগ্রামের ‘ডিরেক্ট মেসেজ’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘ভিডিও চ্যাট’ আইকনে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে ‘ক্রিয়েট অ্যা রুম’ সিলেক্ট করতে হবে।

এরপর চাইলে ইনস্টাগ্রামে থাকা বন্ধুদের সেখান থেকে আমন্ত্রণ জানানো যাবে। ফেসবুক পরিবারের সদস্য ইনস্টাগ্রাম এরইমধ্যে ফিচারটি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে এর ব্যবহারবিধি তুলে ধরা হয়েছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন