আইফোন জিতলেন ১০ জন বিকাশে গেম খেলে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 622 ভিউজ

বিকাশ অ্যাপে বার্ড গেম খেলে ১০ জন পেলেন ১০টি আইফোন এসই। বিকাশ লেগোর উড়ন্ত পাখিকে ট্যাপ করে বিপদ এড়িয়ে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে এই মজার খেলায় আইফোন জিতলেন বিজয়ীরা। বিজয়ীরা হলেন কামাল হোসেন, মোসাম্মাৎ নার্গিস কবির, জান্নাতুল বারী চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রাকিবুল ইসলাম, বেবি রানি রায়, মোসাম্মাৎ রাবেয়া খাতুন, জাহেদা বেগম, মিনু আক্তার ও মোসাম্মাৎ ফাহিমা খাতুন।

কোভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পুরস্কার পৌঁছে দেয়া হয়েছে বিজয়ীদের নিজ নিজ ঠিকানায়। গত ২১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২০ পর্যন্ত বার্ড গেম-এ আইফোন জেতার প্রতিযোগিতায় বিপুল সংখ্যক বিকাশ গ্রাহক অংশগ্রহণ করেন। গ্রাহকদের মাঝে দারুণ সাড়া পাওয়ায় আবারও শুরু হতে যাচ্ছে বার্ড গেম এর নতুন প্রতিযোগিতা যা চলবে ১৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত। বিকাশ ফেসবুক পেজে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে গ্রাহকদের।

এবার গেম-এর ধরন এবং পুরস্কারে থাকবে ভিন্নতা।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন