আইওএস অ্যাপে জিমেইলের নতুন অ্যাটাচমেন্ট ফিচার

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 401 ভিউজ

জিমেইলের আইওএস অ্যাপের মাধ্যমে আরও সহজে ‘অ্যাটাচমেন্ট’ পাঠানো যাবে এখন থেকে। এর আগে শুধু ‘ক্যামেরা রোল’ থেকে ছবি ও ‘গুগল ড্রাইভ’ থেকে অন্য কোনো ফাইল অ্যাটাচ করা সম্ভব হতো। নতুন সুবিধার ফলে এখন থেকে আইক্লাউড ড্রাইভ, ফোনের স্টোরেজে থাকা ফাইল এবং ড্রপবক্সের মতো সেবা ইত্যাদি থেকেও মেইলে ফাইল সংযুক্তি সম্ভব হবে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের।

জিমেইলের আইওএস অ্যাপে সুবিধাটি পেতে প্রথমে অ্যাটাচমেন্ট আইকনে ক্লিক করতে হবে। তারপর স্ক্রল করে ‘অ্যাটাচমেন্ট’ অংশ থেকে নির্বাচন করে দিতে হবে যে ফোল্ডার বা ফাইলটি সংযুক্ত করতে চাইছেন, সেটি। এটি বড় কোনো পরিবর্তন নয়। বলা হচ্ছ, তারপরও এর গুরুত্ব অনেক। জিমেইল অ্যাপে ‘অ্যাটাচমেন্ট’ ফিচারের সীমাবদ্ধতাটির কারণে এতদিন ভুগতে হতো ব্যবহারকারীদের।

সব ব্যবহারকারীর হাতে সুবিধাটি পৌঁছাতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। ফলে, পরিবর্তন এখনই চোখে না পড়লে অবাক হওয়ার কিছু নেই। প্রায় বছরখানেক আগে আইওএস অ্যাপে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছিল জিমেইল। একদম নতুন করে জিম্টেলি অ্যাপটিকে সাজিয়ে দেওয়া হয়েছিল ওই সময়। তারপর থেকেই ছোটবড় নানা ধরনের ফিচার নিয়ে হাজির হচ্ছে এই ইমেইল সেবা।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন