অ্যাপ স্টোরে ত্রুটির কারণে মুছে যাচ্ছে রেটিং পয়েন্ট

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 384 ভিউজ

অ্যাপলের নিজস্ব অ্যাপ স্টোরে সিস্টেমের ত্রুটিজনিত কারণে ২০ লাখের বেশি জনপ্রিয় অ্যাপের রেটিং মুছে গেছে। এরমধ্যে গুগল, মাইক্রোসফট, নাইকি, স্টারবাকস, হুলুসহ অন্যান্য অ্যাপ রয়েছে।

মোবাইল অ্যাপ ইনসাইট প্ল্যাটফর্ম অ্যাপফিগার সর্বপ্রথম অ্যাপ স্টোরের এই ত্রুটি প্রত্যক্ষ করেছে। ফলে ৩০০ শতাধিক অ্যাপ এবং ২০০ শতাধিক অ্যাপ ডেভেলপার কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া ইউজাররা অ্যাপ ডাউনলোড করতে গেলে এখন অনেকটা বিভ্রান্তির মধ্যে থাকবে। কেননা স্টোরে দেখা অ্যাপের সার্ভিসের উপর ভিত্তি করে এসব রেটিং দেওয়া হয়।

টেক ক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩০ অক্টোবর) অ্যাপ স্টোর থেকে ২২ লাখ অ্যাপের রেটিং এবং রিভিউ মুছে গেছে। গত ২৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই ত্রুটি দেখা যায়। যা এখনও সমাধান করতে পারেনি প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ অবগত রয়েছে বলে একটি বিবৃতিতে নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, অ্যাপ রেটিং হচ্ছে অ্যাপ স্টোরে থাকা সফটওয়্যারগুলোর কার্যক্রমের ওপর ভিত্তি করে রিভিউ (পর্যালোচনা) এবং ১ থেকে ৫ এর মধ্যে রেটিং দেওয়া হয়। ফলে অন্য ইউজাররা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে গেলে তখন সেই বিষয়ে অন্যান্য ইউজারদের মতামত সম্পর্কে জানতে পারে।

সূত্র: গ্যাজেটস নাও

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন