প্রযুক্তি জায়ান্ট অ্যাপল নিজেদের আইওএস অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ ‘আইওএস ১৪’ উন্মোচনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আইওএসের নতুন হালনাগাদ দেয়ার আগে এরই মধ্যে ছাড়া সংস্করণগুলোর কোনটিতে কত শতাংশ আইফোন চলছে, তার তথ্য প্রকাশ করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। এতে দেখা যায়, গত চার বছরে বাজারে ছাড়া আইফোনের মডেলগুলোর ৯২ শতাংশ এখন ‘আইওএস ১৩’ সংস্করণে চলছে।
অ্যাপলের প্রতিবেদনে বলা হয়, গত চার বছরে বাজারে ছাড়া আইফোনের বিভিন্ন মডেলের ৭ শতাংশ এখনো আইওএস ১২ সংস্করণ এবং চালু থাকা বাকি আইফোনগুলো আইওএসের আগের সংস্করণে চলছে। সামগ্রিকভাবে এ পর্যন্ত বাজারে আসা আইফোনের ৮১ শতাংশ আইওএস ১৩, ১৩ শতাংশ আইওএস ১২ ও ৬ শতাংশ চলছে আইওএসের আগের সংস্করণগুলোতে।