হুয়াওয়ে পি৪০ প্রো প্লাস যে ফিচার নিয়ে আসছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 420 ভিউজ

উন্মোচিত হয়েছে হুয়াওয়ে পি৪০ প্রো প্লাস। একাধিক জুম ক্যামেরার নিয়ে সবচেয়ে উন্নত ফিচারের পাশাপাশি এটি ওয়্যারলেস চার্জিয়েও নতুন বেঞ্চমার্ক অর্জন করেছে। খবর জিএসএম এরিনা। প্রো প্লাস মডেলটিতে একটি ২৪০ এমএম ফোকাল লেন্থের পেরিস্কোপ লেন্স রয়েছে, যা পি৪০ প্রো এর চেয়ে প্রায় দ্বিগুন।

এতে ৮ মেগাপিক্সেল ইমেজ সেন্সর এবং ওআইএস সুবিধা থাকছে। এটি কোনো মোবাইলের ক্ষেত্রে বৃহত্তম লেন্স। রয়েছে ৮০এমএম লেন্সের অতিরিক্ত টেলিফটো ক্যামেরা। যা একাধিক দূরত্বে উচ্চমানের ছবি তুলতে সাহায্য করবে। থাকছে ৬.৫৮ ইঞ্চির ওএলইডি প্যানেল।

৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সিকিউর আইআর ফেস স্ক্যানার সুবিধার পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধাও থাকছে। এটি প্রথম ফোন যাতে ৪০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। সাথে থাকছে ৪২০০ এমএএইচ ব্যাটারি।

অবশ্যই সাথে রয়েছে রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধাও। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কিরিন ৯৯০ ফাইভজি চিপসেট ও ৮ জিবি র্যাম। সাথে থাকছে ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন