স্যামসাং পপআপ ক্যামেরার ফোন আনছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 375 ভিউজ

স্যামসাং পূর্বে তাদের ফোনে দৃশ্যমান ক্যামেরা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তবে পপআপ সেলফি ক্যামেরায় পিছিয়ে থাকলেও থেমে নেই দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। অনলিকস এবং পিগটাউ একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে স্যামসাংয়ের পরবর্তী ফোনে থাকছে পপআপ সেলফি ক্যামেরা। এটি ওয়ানপ্লাস ৭ প্রোসহ সম্প্রতি কিছু ফোনে দেখা গেছে।

এখনও বিস্তারিত তথ্য অজানা। তবে সাশ্রয়ী বাজেটের এই ডিভাইসের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, ফলে ইন ডিসপ্লে প্রযুক্তি থাকছে না এই ফোনে। এছাড়া পিছনে থাকছে সচরাচর দেখা মেলা ৩ ক্যামেরা। এর অন্যতম আকর্ষন থাকতে পারে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। তবে বিস্তারিত জানতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন