স্যামসাং কোয়ালকমের ৫জি মডেম চিপ তৈরি করবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 359 ভিউজ

মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকম ইনকরপোরেশনের নতুন ৫জি মডেম চিপ তৈরি করবে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ইলেকট্রনিকস লিমিটেডের সেমিকন্ডাক্টর বিভাগ। এ নিয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

সংশ্লিষ্ট দুই সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, এ চুক্তি চুক্তিভিত্তিক চিপ উৎপাদন খাতে প্রতিদ্বন্দ্বী তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) বিরুদ্ধে প্রতিযোগিতা জোরদারের মাধ্যমে বিশ্ববাজারে স্যামসাংয়ের দখল বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। কারণ স্যামসাং কয়েক বছর ধরে সেমিকন্ডাক্টর উৎপাদন খাতে অবস্থান দৃঢ় করতে জোর চেষ্টা চালাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, চুক্তির আওতায় কোয়ালকমের নতুন এক্স৬০ মডেম চিপ তৈরি করবে স্যামসাং, যা স্মার্টফোনের মতো অন্যান্য ডিভাইসকে পঞ্চম প্রজন্মের মোবাইল ডাটা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। কোয়ালকমের এ উন্নত মডেম চিপ তৈরিতে ৫-ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করবে স্যামসাং। ফলে এক্স৬০ মডেম চিপ আগের প্রজন্মের চিপের তুলনায় ক্ষুদ্র এবং দৃঢ় ও কার্যক্ষমতার দিক থেকে আরো উন্নত করে তুলবে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, টিএসএমসিও কোয়ালকমের জন্য ৫-ন্যানোমিটার প্রযুক্তিতে মডেম তৈরি করতে পারে। তবে এ বিষয়ে স্যামসাং ও কোয়ালকমের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে টিএসএমসির পক্ষ থেকেও তাত্ক্ষণিকভাবে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করা হয়।

স্যামসাং বিশ্বের দ্বিতীয় বৃহৎ চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বর্তমানে নিজেদের মোবাইল ফোনের নানা সরঞ্জাম নিজেরাই উৎপাদন করছে। একই সঙ্গে চুক্তিতে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য চিপ উৎপাদন ও সরবরাহ করছে। স্যামসাংয়ের গ্রাহক তালিকায় রয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) ও এনভিডিয়ার মতো একাধিক মার্কিন প্রতিষ্ঠান। আইবিএম ও এনভিডিয়ার জন্য চিপ উৎপাদন এবং সরবরাহের কাজ করছে স্যামসাং।

প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বিভাগের আয়ের সিংহভাগ আসে মেমোরি চিপ উৎপাদন কার্যক্রম থেকে। বৈশ্বিক মেমোরি চিপ বাজারে অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে নন-মেমোরি চিপ উৎপাদন বাড়াতে আগামী ২০৩০ সালের মধ্যে ১১ হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছিল স্যামসাং।

কোয়ালকমের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া স্যামসাংয়ের নন-মেমোরি চিপ বাজারে ব্যবসা জোরদারের প্রচেষ্টার অগ্রগতি হিসেবে দেখা দিয়েছে। বলা হচ্ছে, স্যামসাং কোয়ালকমের নতুন মডেম চিপ উৎপাদনের একটি ক্ষুদ্র অংশের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তবে কোয়ালকম স্যামসাংকে ৫-ন্যানোমিটার প্রযুক্তিতে চিপ উৎপাদনকারী হিসেবে বিশ্ববাজারে দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করছে। চলতি বছর স্যামসাং টিএসএমসির বিপক্ষে নিজেদের অংশীদারিত্ব অর্জনের জন্য পরিকল্পনা করেছে। এ পরিকল্পনার সূচনা হিসেবে এ বছর ৫-ন্যানোমিটার উৎপাদনও ব্যাপকভাবে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের ভাষ্যে, কোয়ালমের সঙ্গে চুক্তি স্যামসাংয়ের ফাউন্ড্রি ব্যবসাকে আরো দৃঢ় করবে। কারণ এক্স৬০ মডেম ফাইভজিতে স্থানান্তরিত হওয়ায় আরো অনেক ধরনের ডিভাইসে এ চিপ ব্যবহার হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ট্রেন্ডফোর্সের তথ্যমতে, গত বছর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) টিএসএমসির ৫২ দশমিক ৭ শতাংশ শেয়ারের বিপরীতে স্যামসাংয়ের ১৭ দশমিক ৮ শতাংশ শেয়ার ছিল বাজারে।

পৃথক এক ঘোষণায় কোয়ালকম জানিয়েছে, তারা চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) গ্রাহকদের কাছে এক্স৬০ চিপের নমুনা প্রেরণ শুরু করবে। এসব চিপ কোন প্রতিষ্ঠান বা ব্র্যান্ড ব্যবহার করবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।এছাড়া জানুয়ারি-মার্চ প্রান্তিকে যে মডেম চিপ সরবরাহ শুরুর কথা বলা হচ্ছে, সেগুলো স্যামসাং বা টিএসএমসি তৈরি করবে কিনা তা স্পষ্ট করা হয়নি।

টিএসএমসি ৭-ন্যানোমিটার প্রযুক্তিতে চিপের উৎপাদন জোরদার করেছিল। এ প্রযুক্তি দিয়ে অ্যাপল ইনকরপোরেশনের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের মন জয় করতে পেরেছিল প্রতিষ্ঠানটি। গত মাসে টিএসএমসির কর্মকর্তারা জানান, তারা বছরের প্রথমার্ধে ৫-ন্যানোমিটার প্রযুক্তিতে চিপ উৎপাদন শুরু করবে। চলতি বছর মোট আয়ের ১০ শতাংশ ৫-ন্যানোমিটার প্রযুক্তিতে চিপ উৎপাদন বিভাগ থেকে অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন টিএসএমসির সংশ্লিষ্টরা।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন