স্মার্টফোন গরম হওয়া বন্ধে যা করবেন – সেরা ৫টি কারন

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 488 ভিউজ

প্রযুক্তি নির্ভর এই যুগে এখন প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন। স্মার্টফোনের মাধ্যমে বর্তমান সময়ের অনেক কাজ সহজ হয়ে গিয়েছে। স্মার্টফোনের অনেক সুবিধার মাঝে একটি অন্যতম বড় সমস্যা হলো গরম হয়ে যাওয়া। একটানা বেশীক্ষণ কথা বললে বা একটানা অনেক সময় ইন্টারনেট চালালে অনেক সময় এমন হতে পারে। এছাড়া অনেক সময় চার্জ দিলে অনেক সময় স্মার্টফোন গরম হতে পারে। তখন মনে একটাই আতঙ্ক কাজ করে স্মার্টফোনে ফেটে না যায়। আসলে স্মার্টফোন গরম হয়ে যাওয়া মানে এর ব্যাটারি গরম হয়ে যাওয়া। আসুন জেনে নিন স্মার্টফোনের এই ব্যাটারি গরম হয়ে ওঠা বন্ধ করবেন কীভাবে-

১) রাতভর ফোন চার্জে দিয়ে রাখার অভ্যাস ত্যাগ করুন। এর ফলে মোবাইল অত্যধিক গরম হয়ে যাওয়া ছাড়াও ব্যাটারির কার্যক্ষমতা কমে যায়।

২) চার্জ দেওয়ার সময় ফোনের কভার অবশ্যই খুলে রাখুন। চার্জ দেওয়ার সময় ফোনে যে তাপ উৎপন্ন হয়, কভার থাকায় তা বেরতে পারে না। ফলে মোবাইল ফোন গরম হয়ে ওঠে।

৩) অন্য ফোনের ব্যাটারি বা অন্য ফোনের চার্জার ব্যবহার না করাই ভাল। এতে হ্যান্ডসেট দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা থাকে।

৪) সরাসরি সূর্যালোকে মোবাইল ফোন দীর্ঘ ক্ষণ রাখবেন না। কারণ, সূর্যের আলো ফোনের ব্যাটারির ক্ষতি করে।

৫) যে সব অ্যাপ চালালে ফোনের ব্যাটারি দ্রুত খরচ হয় বা ফোন গরম হয়ে ওঠে, সেগুলো ফোন থেকে আনইনস্টল করে দেওয়াই ভাল।

বিদ্রঃ উপরের ৫টি কারন গুলো মেনে চললে আশা করা যায় আপনার স্মার্টফোন গরম হওয়া সমস্যা সমাধান হয়ে যাবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন