শিশু জুয়া এবং অ্যালকোহলে আগ্রহী তালিকা তৈরি করেছে ফেসবুক

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 388 ভিউজ

কয়েক লাখ শিশুকে জুয়া এবং অ্যালকোহলে ‘আগ্রহী’ হিসেবে চিহ্নিত করেছে ফেসবুক। সংবাদমাধ্যম গার্ডিয়ান এবং ড্যানিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের এক যৌথ অনুসন্ধানে এই তথ্য পাওয়া গেছে। খবর দ্য গার্ডিয়ান। শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটির বিজ্ঞাপন টুলসের মাধ্যমে দেখা গেছে, মাধ্যমটিতে জুয়ায় আগ্রহী ১৮ বছরের নিচের শিশুর সংখ্যা ৭ লাখ ৪০ হাজার। এর মধ্যে ১ লাখ ৩০ হাজারই যুক্তরাজ্যের। এছাড়া অ্যালকোহলে আগ্রহী রয়েছে ৯ লাখ ৪০ হাজার শিশু, যার মধ্যে যুক্তরাজ্যের শিশুর সংখ্যা দেড় লাখ।

ফেসবুকে ব্যবহারকারীদের কার্যক্রম তদারকির মাধ্যমে এই আগ্রহীর তালিকা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। বিজ্ঞাপনদাতারা সহজেই বিভিন্ন টপিকের উপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রদান করতে পারেন। ফলে কেউ অ্যালকোহল এবং জুয়ার বিজ্ঞাপন দিলে আর সেক্ষেত্রে ১৮ নিচের বয়সীদের বাদ না দিলে ঐ শিশুরাও সেই বিজ্ঞাপন দেখতে পারবে। যদিও ফেসবুক বলছে, আমরা শিশুদের কাছে অ্যালকোহল এবং জুয়ার প্রচারণার জন্য বিজ্ঞাপন সমর্থন করি না। যদি এমনটা পাওয়া যায় তাহলে আমরা পদক্ষেপ নিই। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার সাথেও আমরা কাজ করছি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন