রেডমি নোট ৯ প্রো ম্যাক্স সফটওয়্যার আপডেট পেলো

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 598 ভিউজ

সফটওয়্যার আপডেট পেলো রেডমি নোট নাইন প্রো ম্যাক্স। সাম্প্রতিকতম আপডেটের পরে এই ফোনে এপ্রিল মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে গিয়েছে। মে মাসে এই শাওমি ফোনে এপ্রিল মাসের সিকিউরিটি প্যাচ পৌঁছলেও তুলনামূলক অনেক কম দামের রিয়েলমি ফোনে ইতিমধ্যেই মে মাসের সিকিউরিটি প্যাচ পৌঁছেছে।

ফার্মওয়্যার ভার্সন MIUI v11.0.2.0.QJXINXM’র হাত ধরে রেডমি নোট নাইন প্রো ম্যাক্সে এই আপডেট পৌঁছছে। নতুন এই আপডেটের সাইজ ৩৩৮ এমবি। ফোনটির Settings > About phone > System update থেকে এই আপডেট ইনস্টল করা যাবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন