মিডিয়াটেক ফাইভজি চিপসেটের উন্নত সংস্করণ আনল

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 516 ভিউজ

তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর নির্মাতা মিডিয়াটেক ফাইভজি চিপসেটের আরো উন্নত একটি সংস্করণ এনেছে। ফ্ল্যাগশিপ ফাইভজি এ চিপসেট গেমিং, ভিডিও ও পাওয়ার ব্যাকআপে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।

মিডিয়াটেক তাদের নতুন এ চিপসেটকে ডাইমেনসিটি ১০০০ প্লাস নামে আখ্যায়িত করেছে। ডাইমেনসিটি ১০০০ প্লাসের কিছু কোর হার্ডওয়্যার, যা ডাইমেনসিটি ১০০০-এ ছিল। এ চিপসেট বিশ্বজুড়ে ফ্ল্যাগশিপ গ্রেডের ডিভাইস গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে মিডিয়াটেকের ওয়্যারলেস কমিউনিকেশন ব্যবসা বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইয়ানচি লি বলেন, নতুন চিপসেটটি বিশ্বব্যাপী ফাইভজি প্রযুক্তির সংযোগে এক বড় ধরনের উন্নতি নিয়ে আসছে। এর শক্তিমত্তা, ভিডিও, গেমিং প্রযুক্তিকে নতুন রূপে চেনাবে। মিডিয়াটেক ডাইমেনসিটি ১০০০ প্লাসে রয়েছে ১৪৪ হার্টজের স্ক্রিন রিফ্রেশ রেট, সর্বোচ্চ ১০৪০ পিক্সেল রেজল্যুশন যার অ্যাসপেক্ট রেশিও ২১:৯।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন