মার্কিন সরকার এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের বিপুল পরিমাণ তথ্য ফাঁস হয়েছে অনলাইনে, জানিয়েছে এক নিরাপত্তা প্রতিষ্ঠান। ভিপিএনমেন্টর নামে ওই নিরাপত্তা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, ভ্রমণ সেবাদাতা প্রতিষ্ঠান অটোক্লার্কের অরক্ষিত সার্ভার থেকে ১৭৯ গিগাবাইট ডেটা অ্যাকসেস করা যাচ্ছে। ডেটাবেইজটিতে সৈনিক এবং সাধারণ নাগরিকের সংবেদনশীল তথ্য রয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপের পর ওই তথ্যভাণ্ডার তালাবদ্ধ করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ফাঁস হওয়া ওই তথ্যের মধ্যে গ্রাহকের পুরো নাম, জন্ম তারিখ, ঠিকানা, ফোন নাম্বার এবং ভ্রমণের তথ্য রয়েছে। মস্কো এবং তেল আভিভের মতো সংবেদনশীল জায়গাগুলোতে ভ্রমণের তথ্য, হোটেল, কিছু ক্ষেত্রে রুম নাম্বারও পাওয়া গেছে এই ডেটাবেইজে।
মার্কিন সেনাবাহিনীর সংবেদনশীল বিপুল ডেটা ফাঁস
পূর্ববর্তী পোস্ট