বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পরিচালকের দায়িত্ব নিয়েছেন রাশাদ কবির। তিনি ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড ও এইচএসডি ড্রিম৭১ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেসিসের ২৮৬ তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে রাশাদ কবির বলেন, বেসিরের মতো একটি সংগঠনের দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে যে কারও জন্যেই আনন্দ ও গর্বের বিষয়। দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা চাই। এ খাতে সরকার ঘোষিত ৫ বিলিয়ন ডলারের যে লক্ষ্যমাত্রা আছে, সেটি নিয়েই সবার আগে কাজ করতে চাই।
এর আগে রাশাদ বেসিসের জাপান ফোকাস গ্রুপের চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বেই ২০১৮ সাল এবং ২০১৯ সালে জাপান আইটি উইকে সফলভাবে অংশগ্রহণ করে বেসিস।