বিশ্বের প্রথম 5G হোটেল হতে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টাল শেনজেন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 402 ভিউজ

5G ফিজিটার ইনডোর আর 5G ক্লাউড এক্স এর সাথে আসতে যাচ্ছে নতুন মাত্রার কিছু। এর কল্পনার মূলে রয়েছে হুয়াওয়ে আর এর সাথে যৌভাবে ইন্টারকন্টিনেন্টাল শেনজেন ও শেনজেন টেলিকম আনতে যাচ্ছে বিশ্বের প্রথম 5G স্মার্ট হোটেল যার চুক্তি ইতিমধ্যে স্বাক্ষর করেছে ২ কর্তৃপক্ষই । হোটেল এ থাকবে 5G স্বম্বলিত সকল নতুন সব টেকনোলজি । এর আগে জাপান অফিশিয়ালি শুরু করে 5G এর প্রচার। অনেক এলাকায় গ্রাহকদের মাঝে টেস্টিং এর জন্য ওপেন করে দেওয়া হয় বিশ্বের সর্বশেষ এর দ্রুত গতির ইন্টারনেট ।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল শেনজান জানায় এখানে থাকা সকল অথিথিদের সাথে কোন ধরনের 5G সাপোর্ট করা কোন গ্যাজেট থাকলে তারা এই 5G এর পূর্ন সুবিধা নিতে পারবে। হুয়াওয়ে  তাদের ক্লাউড সিস্টেমেও আনতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। যেখানে ক্লাউড ভিআর (ভার্চুয়াল রিয়ালিটি) দিয়ে এখন আরও অনেক কাজ করা যাবে কোন ধরনের ঝামেলার সম্মুখীন না হয়েই।

বিদ্রঃ ৫ম প্রজন্মের ওয়্যারলেস সিস্টেম, যা সংক্ষেপে ৫জি হিসেবে পরিচিত। ৫জি তে প্রযুক্তিতে রয়েছে ২৬, ২৪, ৩৮, এবং ৬০ গিগাহার্টজ মিলিমিটার তরঙ্গ ব্যান্ডে। যা প্রতি সেকেন্ডে ২০ গিগাবিট/ সেকেন্ড গতিতে তথ্য আদান-প্রদানে সক্ষম। যা ৪জি এর ন্যূনতম ১০ গুণ বেশি কর্মক্ষমতা প্রদানে সক্ষম।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন