বাজারে শাওমি নিয়ে এলো নতুন দুটি স্মার্ট গ্যাজেট

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 425 ভিউজ

নতুন দুই স্মার্ট গ্যাজেট আনল শাওমি। এগুলো হলো রেডমি স্পিকার প্লে এবং এসি ২১০০ মডেলের রাউটার। গত সপ্তাহে চীনের বাজারে ডিভাইস দুইটি ছেড়েছে শাওমি।

শাওমির প্রথম স্মার্ট স্পিকারে রয়েছে বিশেষ ভয়েস রিকগনিশন ফিচার। আর এসি ২১০০ রাউটারে রয়েছে হাই ফ্রিকোয়েন্সি সিগনাল অ্যাম্প্লিফায়ার।

ডটেড ম্যাশ ডিজাইন তৈরি রেডমি এআই স্পিকার প্লেতে রয়েছে ৫ ওয়াটের স্পিকার। স্পিকারের উপরে রয়েছে পাঁচটা এলইডি ইন্ডিকেটর। সংস্থার নিজস্ব ‘ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট’-এর সাহায্যে চলবে এই স্মার্ট স্পিকার। মোট ১,৪০০টি পৃথক কাজ করতে সক্ষম এই স্পিকার। শাওমি, ফিলিপ্সসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ডিভাইস এই স্পিকার থেকে নিয়ন্ত্রণ করা যাবে।

অন্যদিকে শাওমির স্মার্ট রাউটারে রয়েছে ২.৪ গিগাহার্জ ও ৪ গিগাহার্জ ডুয়াল ব্যান্ড সাপোর্ট। সংস্থার দাবি, নতুন রাউটারে একসঙ্গে ১২৮টি ডিভাইস যুক্ত করা যাবে। ভাল নেটওয়ার্ক কভারেজের জন্য এতে রয়েছে ৬টি ‘হাই পারফর্মেন্স সিগনাল’ অ্যামপ্লিফায়ার।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন