বাংলা ভাষায় চালু হয়েছে জনপ্রিয় প্ল্যাটফর্ম কোরা

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 701 ভিউজ

প্রশ্নোত্তর ও জিজ্ঞাসার জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত কোরা এবার বাংলা ভাষায় চালু হয়েছে। চলতি মাসের ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষায় প্রশ্নোত্তরের সামাজিক যোগাযোগমাধ্যম কোরার বাংলা সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে কিছু নির্দিষ্ট ব্যবহারকারীদের নিয়ে কোরা পরীক্ষামূলকভাবে চালু হয়। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০০৯ সালে ফেসবুকের সাবেক প্রধান কারিগরি কর্মকর্তা অ্যাডাম ডি অ্যাঞ্জেলো কোরা প্রতিষ্ঠা করেন। তিনি মনে করেন নতুন সংস্করণে কোরা বিশ্বের জ্ঞান ভাগাভাগি ও তা বৃদ্ধি করতে বাংলা ভাষাভাষীদের জানার মাত্রাকে আরও বাড়িয়ে তুলবে কোরা বাংলা। অনেক বাংলাভাষী কোরা ইংরেজি ব্যবহার করছেন। কোরার প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত। বর্তমানে প্রতি মাসে প্রায় ৩০ কোটির বেশি মানুষ কোরা ব্যবহার করে থাকেন। ইংরেজি পাশাপাশি দক্ষিণ এশিয়ায় পাঁচটির বেশি ভাষা কোরা চালু আছে। এছাড়া স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইতালিয়ান, জাপানিজ ও ইন্দোনেশিয়ান ভাষাও রয়েছে।

যে কোন মুঠোফোন বা ওয়েবসাইট থেকে কোরা বাংলায় bn.quora.com যুক্ত হওয়া যাবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন