ফিটনেসবিহীন যানবাহনের অভিযোগ অনলাইনে জানাবেন যেভাবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 398 ভিউজ

রাস্তায় কোনো রঙচটা, জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ মোটরযান দেখা গেলে বা রাস্তায় কোনো যানবাহন ট্রাফিক আইন ভঙ্গ হতে দেখলে ওই অবস্থার ছবি, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, স্থান, তারিখ ও সময় উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ফেসবুক পেজ অথবা ই-মেইলে জানানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বিআরটিএ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ’র অফিসিয়াল ফেসবুক পেজে (http://www.facebook.com/brta.gov.bd) মেসেজ অথবা info@brta.gov.bd ই-মেইলে অভিযোগ করা যাবে। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে ওই গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ফেসবুকে ভাইরাল হওয়া ‌বাসের ভেতর সিএনজি সিলিন্ডারসহ ছবির বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করেছে বিআরটিএ।

এক ফেসবুক পোস্টে বিআরটিএ জানিয়েছে, অনিরাপদ অবস্থায় সিএনজি সিলিন্ডার রাখার জন্য একটি বাসের ছবি ফেসবুকে ভাইরাল হয়। সেখান থেকেই আমাদের কার্যক্রম শুরু। ছবি ভাইরাল হওয়ার ১৫ দিন পর বাসের মালিক সিলিন্ডার ভেতর থেকে সরিয়েছেন এবং বাসের রঙ পরিবর্তন করার জন্য ওয়ার্কশপে পাঠানো হয়েছে। বর্তমান গাড়ির রেজিস্ট্রেশন স্থগিত।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন