নতুন পাঁচ ভাষা গুগল অনুবাদ সেবায়

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 394 ভিউজ

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল নিজেদের অনুবাদ সেবায় পাঁচটি নতুন ভাষার সমর্থন যোগ করার ঘোষণা দিয়েছে। এখন থেকে বিশ্বব্যাপী জনপ্রিয় সেবাটির ব্যবহারকারীরা কিনারওয়ান্ডা, ওড়িয়া, তাতার, তুর্কমেনি ও উইঘুর ভাষায় অনুবাদ সেবা পাবেন। খবর ইন্দো এশিয়া নিউজ সার্ভিস।

বিবৃতিতে গুগলের অনুবাদ সেবা বিভাগের সফটওয়্যার প্রকৌশলী আইজাক ক্যাসওয়েল বলেন, অনেকে ওয়েব কনটেন্টবিহীন এ ভাষাগুলোকে অনুবাদ করা নিয়ে জটিলতা ফেস করে আসছেন। তাই গুগল অনুবাদ সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হয়ে আমাদের মেশিন লার্নিং প্রযুক্তিতে অগ্রগতির মাধ্যমে নতুন পাঁচটি ভাষার সংযোজন করেছে গুগল।

এ সংযোজিত নতুন ভাষাগুলো পাঠ্য এবং ওয়েবসাইট অনুবাদ ক্ষেত্রে সমর্থন করবে। তাছাড়া কিনারওয়ান্ড, তাতার ও উইঘুর বিশেষভাবে ভার্চুয়াল কীবোর্ড ইনপুটও সমর্থন করবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বিশ্বজুড়ে প্রায় সাড়ে সাত কোটির বেশি মানুষ এ ভাষাগুলো ব্যবহার করে। চার বছর ধরে গুগল ভাষাগুলোকে অনুবাদ সেবায় যুক্ত করতে কাজ করছে। এর মাধ্যমে গুগল অনুবাদ সেবায় মোট ১০৮টি ভাষা যুক্ত হলো। কিনারওয়ান্ডা রুয়ান্ডার ভাষা এবং ওড়িয়া হলো ভারতীয় উড়িশ্যা রাজ্যের ভাষা। তাতার রাশিয়ার ভাষা, ইউক্রেন ও উজবেকিস্তানের ভাষা তুর্কমেনি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন