দেশে ইলেক্ট্রনিকস পণ্য মাদারবোর্ড ও ট্যাব বানাবে স্যামসাং

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 374 ভিউজ

দেশে উৎপাদিত স্যামসাংয়ের প্রযুক্তিপণ্যের তালিকায় মাদারবোর্ড ও ট্যাব যোগ হচ্ছে। এর আগে নরসিংদীতে স্যামসাংয়ের ওই কারখনায় স্মার্টফোনসহ বিভিন্ন ইলেক্ট্রনিকস পণ্য তৈরি করে আসছিল তারা। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিশ্বখ্যাত কোম্পানিটি। দেশে হ্যান্ডসেট সংযোজন কারখানা স্থাপনের এক বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলন করেছিল স্যামসাং বাংলাদেশ এবং প্রতিষ্ঠানটির দেশীয় অংশীদার ফেয়ার ইলেক্ট্রনিক্স। এতে বক্তব্য রাখেন ফেয়ার ইলেক্ট্রনিক্সের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন।

রুহুল আলম আল মাহবুব জানান, আগামী তিন মাসের মধ্যে এই ট্যাব ও মাদারবোর্ডের উৎপাদনে যাবেন তারা। দেশে ট্যাবের বেশ চাহিদা রয়েছে। স্যাংওয়ান ইয়ুন বলেন, স্যামসাং মোবাইলের এসকেডি (সেমি নক ডাউন) কার্যক্রমে মাধ্যমে বাংলাদেশে প্রযুক্তি হস্তান্তরের পথ সুগম হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্যামসাং মোবাইল বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর এইচ ডি লি, জেনারেল ম্যানেজার বোমিন কিম, হেড অব মার্কেটিং আশিক হাসান, হেড অব প্রোডাক্ট টিম ফজলুল মুশাইর চৌধুরী এবং অ্যাসিসট্যান্ট ম্যানেজার (মার্কেটিং কমিউনিকেশনস) প্রিয়াম হাসনাত, ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন, হেড অব মার্কেটিং জে এম তাসলিম কবির এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) রাজেশ শর্মা।

স্যামসাংয়ের কারখানায় বর্তমানে ৫০ জন প্রকৌশলীসহ এক হাজার কর্মী রয়েছেন। যেখানে ২৫ শতাংশ নারী কর্মী ।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন