চলুন জেনে নিই কিভাবে কী-বোর্ড এর নির্দিষ্ট কী ডিজেবল করতে হয়

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 350 ভিউজ
অনেক সময় আমাদের কী-বোর্ড পুরাতন হলে বা ময়লার কারণে কিছু কীতে অটোম্যাটিক চাপ লেগে থাকে। যার জন্য আমাদের আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। এক্ষেত্রে কী-বোর্ড চেঞ্জ করার ও দরকার হয়ে পরে । কিন্তু এমন কিছু কী যেগুলো আমাদের তেমন দরকার পরে না সেক্ষেত্রে কী-বোর্ড চেঞ্জ করার কী দরকার? সেই সব কী ডিজেবল করে দিলেই হয়। আর কীভাবে ডিজেবল করবো তাই দেখবো এখানে।
যা যা দরকার হবেঃ
১। প্রথমে এখানে গিয়ে চেক করুন কোন কীতে প্রেস হয়ে আছে (না জানা থাকলে)
২। এরপর এখান থেকে Mapkeyboard ডাউনলোড করুন। 
৩। এবার ইন্সট্রাকশন ফলো করুন ।
Mapkeyboard রান করুন । এমন দেখবেন
keyboard 
 এখন আপনি যে কী টি ডিজেবল করতে চান সেই কীতে ক্লিক করে Save Layout এ ক্লিক করুন হয়ে যাবে আপনার কী ডিজেবল। আবার আগের অবস্থায় নিতে Reset Keyboard Layout এ ক্লিক করুন ।
0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন