চলতি বছরের শুরু থেকেই নতুন ফোল্ডেবেল ডিসপ্লের মটোরোলা রেজার স্মার্টফোন সম্পর্কে কানাঘুষো চলছিল। একাধিক প্রতিবেদন থেকে জানা গেছে, এই বছরের মধ্যেই ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন আনবে মটোরোলা। এবার বিশ্বব্যাপী বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে ১৩ নভেম্বর লস এঞ্জেলসে এক ইভেন্টের আমন্ত্রণ পাঠাতে শুরু করেছে কোম্পানিটি। ধারণা করা হচ্ছে, এই ইভেন্ট থেকেই গোটা বিশ্বের সামনে আসবে মটোরোলা রেজার ফোল্ডেবল ফোন। সংবাদ মাধ্যম সিনেটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আমন্ত্রণে একটি জিআইএফ ফাইল পাঠানো হয়েছে। সেখানে একটি ফোন ফোল্ড ও আনফোল্ড হচ্ছে।
এর আগে বাজারে ফোল্ডেবল ফোন এনেছে স্যামসাং। হুয়াওয়ের মেট এক্স খুব তাড়াতাড়িই বাজারে ছাড়বে। কিছুদিন আগেই ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চের পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। প্রিমিয়াম সেগমেন্টে ক্যামশেল ডিজাইনে বাজারে আসবে এই ফোন। পুরনো মটোরোলা রেজারের মতোই ভার্টিকাল ফ্লিপ ডিজাইনে আসবে ফোনটি। যদিও ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি।