গুগল ‘চীন-বিরোধী’ অ্যাপ সরিয়ে নিল

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 295 ভিউজ

চীনের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হতেই তার আঁচে পড়েছে নেট দুনিয়াতেও। চীনা অ্যাপ্লিকেশন বয়কটের ডাক দিয়েছেন গেরুয়া সমর্থকরা। তাতে সামিল হয়েছেন অনেকেই। আর এই ‘বয়কট চীন’ ডাকের সঙ্গে তাল মিলিয়ে বেশ জনপ্রিয় হয়েছে ‘মিত্রোঁ’ বা ‘রিমুভ চায়না অ্যাপ’-এর মতো স্মার্টফোন অ্যাপ্লিকেশনগুলো। কিন্তু, জনপ্রিয়তার মধ্যেই এবার এক ধাক্কায় এই দুটি চীন-বিরোধী অ্যাপই সরিয়ে দিল গুগল। ‘মিত্রোঁ’র পর এবার প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হল রিমুভ চায়না অ্যাপও।

গুগলের তরফে এর কোনও সত্যতা স্বীকার না করা হলেও বেশ কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে রিমুভ চায়না অ্যাপ। শুধু তাই নয়, মোবাইল অ্যাপটির নির্মাতা সংস্থা জয়পুরের ‘ওয়ান টাচ ল্যাব ‘। টুইটারে একই তথ্য জানিয়েছে।

মোবাইলে এই ‘Remove China App’ থাকলে, নিজের ফোনে অন্য চীনা অ্যাপ সম্পর্কে তথ্য জানতে পারবেন ইউজার। কোনও অ্যাপে চীন-সংস্রবের খোঁজ পেলেই ইউজারকে সতর্ক করে এই মোবাইল অ্যাপ্লিকেশন। গুগল প্লে স্টোরে এর ডেসক্রিপশনে লেখা ছিল, ‘আমাদের উদ্দেশ্য হল ভারতে বিশ্বমানের প্রোডাক্ট তৈরি করা।’

ইনস্টলের পর পরই স্ক্যানিংয়ের সুযোগ দেয় অ্যাপটি। স্মার্টফোনে ইনস্টল হওয়া সব অ্যাপ্লিকেশন স্ক্যান করে চীনা অ্যাপ কোনগুলো, তার তালিকা ইউজারকে জানায় এই অ্যাপ। তবে ইউজারের থেকে অনুমতি চেয়েই সব অ্যাপ্লিকেশন স্ক্যান শুরু করে চীন-বিরোধী এই অ্যাপ। আপাতত শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই চালানো সম্ভব এই ‘Remove China App’।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন