গুগলে থ্রিডি ভুত দেখা যাচ্ছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 1739 ভিউজ

হ্যালোউইন এক ভূতুড়ে উৎসব। প্রতিবছরের ৩১ অক্টোবর ইউরোপ, আমেরিকা-সহ বিশ্বের বিভিন্ন দেশে হ্যালোউইন উৎসব উদযাপিত হয়। এবার এ উৎসবকে আরো বর্ণিল করতে বিড়াল ও কংকালের থ্রিডি ছবি দেখার সুবিধা দিচ্ছে গুগল।

উন্নতমানেের জন্য অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস থাকলেই থ্রিডি এই ছবিগুলো ব্যবহার করতে পারবেন। গুগলে গিয়ে থ্রিডি ঘোস্ট, থ্রিডি ক্যাট, থ্রিডি ড্যান্সিং স্কেলেটন লিখলে সার্চ রেজাল্টে সেগুলো পাওয়া যাবে। ছবিগুলো এআর অ্যাপে চলবে।

এআর অ্যাপে ছবিগুলো দেখতে আইফোন ব্যবহারকারীদেরকে প্রথমে পুরো রুমে ফোনটি ঘুরিয়ে নিতে হবে। অ্যানড্রয়েড ডিভাইসে ‘ভিউ ইন ইয়োর স্পেস’ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই ভার্চুয়াল ভুত দেখা যাবে। চাইলে এ ভুত ইচ্ছামতো অ্যাঙ্গেল থেকে দেখা যাবে। টাচ করে সরানোও যাবে। মেঝেতেও দেখা যাবে ভুতের ছায়া।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন