উইন্ডোজ ১০এক্স ৯০ সেকেন্ডে ডাউনলোড হবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 328 ভিউজ

ডুয়াল-স্ক্রিণ ডিভাইসের জন্য নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০এক্স নিয়ে কাজ করছে মাইক্রোসফট। সফটওয়্যার জায়ান্টটি নিশ্চয়তা দিয়েছে, অপারেটিং সিস্টেমটি মাত্র ৯০ সেকেন্ডেই ডাউনলোড ও আপডেট ইনস্টল করতে পারবে। খবর টেকরাডার।

সাধারণত, সচরাচর উইন্ডোজ ১০ আপডেট ও ইনস্টল হতে বেশ কিছু সময় লাগে। ফলে উইন্ডোজ ১০এক্স সত্যিকারভাবে যদি দেড় মিনিটে ডাউনলোড ও আপডেট ইনস্টল- এবং রিস্টার্ট সম্ভব হয় তাহলে সেটি খুবই অসাধারণ হবে।

মাইক্রোসফটের ঘোষণায় বোঝা যাচ্ছে, কোম্পানিটি উইন্ডোজ ১০এক্স অপারেটিং সিস্টেমকে অন্যান্য সফটওয়্যার যেমন অ্যাপসের থেকে আলাদা করায় এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন