ইনস্টাগ্রাম থেকে ডেক্সটপেও পাঠানো যাবে ম্যাসেজ

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 510 ভিউজ

অচিরেই ডেক্সটপ থেকেও ইনস্টাগ্রামে ডাইরেক্ট ম্যাসেজ পাঠানো যাবে। খবরটি জানিয়েছেন, টিপস্টার জেন ম্যান চ্যান ওং টুইটারে এ তথ্য জানান। ক্যাপশনে লেখেন, ডেক্সটপে ম্যাসেজ পাঠানোর ফিচার আনতে কাজ করছে ইনস্টাগ্রাম। নিচে ফিচারটির একটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায়, বাম দিকে থাকবে পুরানো চ্যাট হিস্ট্রি। ডানদিকে নির্দিষ্ট একজনের সঙ্গে চ্যাট করা যাবে। ঠিক ম্যাসেঞ্জারের মতো।

বর্তমানে ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণে শুধু ফিড দেখা যায়। সেখানকার বিভিন্ন পোস্টে কমেন্ট করা যায় ও লাইক দেওয়া যায়। কিন্তু ম্যাসেজ আদান প্রদান করা যায় না। ফিচারটি কবে নাগাদ ইনস্টাগ্রামে যুক্ত হবে তা জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে ইনস্টাগ্রাম এ বিষয়ে কিছু জানায়নি। আপাতত তারা ইন্সটাগ্রামে গ্রুপ স্টোরিজ ফিচারের পরীক্ষা নিরীক্ষা নিয়ে ব্যস্ত। প্রতিমাসে ইনস্টাগ্রাম ব্যভহার করেন ১০০ কোটি মানুষ। ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে ইনস্টাগ্রামের অবস্থান পঞ্চম।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন