ইউটিউবের শর্টস টিকটককে টেক্কা দেবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 586 ভিউজ

বিশ্বজুড়ে সোস্যাল মিডিয়া অ্যাপ টিকটকের জনপ্রিয়তা তুঙ্গে। টিকটককে টেক্কা দিতে নতুন সেবা আনতে যাচ্ছে গুগল নিয়ন্ত্রিত ভিডিও স্ট্রিমিং সেবা ইউটিউব। সেবাটির নাম হবে ‘শর্টস’। খবর দি ইনফরমেশন।

প্রতিবেদন অনুযায়ী, টিকটককে টেক্কা দিতে নতুন সোস্যাল মিডিয়া প্লাটফর্ম শর্টস আনার পরিকল্পনা নিয়েছে ইউটিউব। তবে শর্টস আলাদা করে কোনো অ্যাপ হিসেবে আনার পরিবর্তে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মে ইউটিউবের সঙ্গেই মিলবে।

চীনে ২০১৬ সালে যাত্রা করে টিকটক। ২০১৮ সালে এটি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। অ্যাপটি ব্যবহার করে ছোট মজাদার ভিডিও তৈরি করতে পারেন ব্যবহারকারী। সম্প্রতি অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মে শত কোটি ডাউনলোডের মাইলফলক অর্জন করে অ্যাপটি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন