১৮ জিবি র‍্যামের ফোন আসছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 518 ভিউজ

বিশ্বের প্রথম ফোন হিসেবে ১৮ জিবি র‍্যাম ফোন আনতে যাচ্ছে শাওমি। বর্তমানে মাত্র দুটি স্মার্টফোনে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম রয়েছে, তবে সেই তালিকায় নেই শাওমির নাম। তবে কোম্পানিটি ১৮ গিগাবাইট র‍্যামের ফোন তৈরির মাইলফলক অর্জনে কাজ করছে।

এর আগে এমআই মিক্স মডেল এবং এমআই ১০ প্রো ফোনে ১৬ গিগাবাইট র‍্যাম থাকার কারণে কথা শোনা গেলেও সেটি বাস্তবে দেখা যায়নি।তবে বেশ কয়েকটি ফোনেই ১২ গিগাবাইট র‍্যামের দেখা মিলেছে।

ফাইভজি কানেক্টিভিটি সম্বলিত ফোনটি চলতি বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসবে। ফাইভজি ছাড়াও ফোনটির ফোরজি সংস্করণ পাওয়া যাবে। বাজারে আসলে ফোনটি প্রতিদ্বন্দ্বিতা করবে আসুসের আরওজি ও নুবিয়ার রেড ম্যাজিক সিরিজের ফোনগুলোর সঙ্গে।

যদিও এখন পর্যন্ত শাওমির পক্ষ থেকে ১৮ জিবি র‍্যামের ফোন আনার কোনো ঘোষণা দেয়া হয়নি। এমনকি ১৬ জিবি র‍্যামের এমআই মিক্স আলফারও উন্মোচন হয়নি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন